Bihar: হাসপাতালই `চুরি` করেছে মৃতের চোখ! কর্তৃপক্ষ বলছে অপরাধী ইঁদুর...
Nalanda Medical College and Hospital: গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে প্রয়াত। শোকে ভেঙে পড়েছে পরিবার। তবে এখানে শেষ নয়, তাদের জন্য আরেকটি ধাক্কা অপেক্ষা করেছিল। মৃত্যুর পর পরিবারের লোক গিয়ে তাঁর একটি চোখ গায়েব।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে প্রয়াত। শোকে ভেঙে পড়েছে পরিবার। তবে এখানে শেষ নয়, তাদের জন্য আরেকটি ধাক্কা অপেক্ষা করেছিল। মৃত্যুর পর পরিবারের লোক গিয়ে তাঁর একটি চোখ গায়েব। এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় হাসপাতালে। পরিবারের দাবি, চিকিত্সকরা ব্যবসার জন্য তার চোখটি বের করে নিয়েছে। অন্যদিকে, হাসপাতালের দাবি, মৃতের চোখ ইঁদুরে নিয়ে গিয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। জানা গিয়েছে, ফান্টুস কুমার নামে ওই ব্যক্তি পেটে গুলি লেগে আহত হন। বৃহস্পতিবার আহত অবস্থায় তাঁকে পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিইউতে ভর্তি করিয়ে তাঁর অস্ত্রোপচার করা হয়। এবং গুলিটি বের করা হয়। কিন্তু শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। সেই রাতে ফান্টুস মারা গেলেও রাতে পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। তার মৃতদেহ আইসিইউ বেডে রাখা হয়েছিল। শনিবার সকালে তাঁর পরিবারের লোকেরা হাসপাতালে আসে। পরিবারের লোক তাঁকে দেখতে গিয়ে স্তম্ভিত হয়ে পড়ে। সবাই দেখে, মৃতের বাম চোখ নেই।
আরও পড়ুন:Manipur Unrest: অগ্নিগর্ভ মণিপুর, ৬ মৃতদেহ মেলার পর ২ জেলায় জারি কার্ফু, ৬ জেলায় বন্ধ ইন্টারনেট
পরিবারের দাবি, হাসপাতাল থেকেই তাঁর চোখ কেউ বের করে নিয়েছে। এমনকি পরিবার আরও অভিযোগ তোলে যে, হাসপাতালের কেউ দুষ্কৃতিদের সঙ্গে মিলিত হয়ে ষড়যন্ত্র করেছে। বা হাসপাতালটি মানুষের চোখ সরিয়ে নেওয়ার কোনও ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার পর হাসপাতালে বিক্ষোভের সৃষ্টি হয়।
পরিবারের অভিযোগের পাল্টা দাবি তোলে হাসপাতালের কর্মচারীরা। তাদের দাবি, ইঁদুর মৃত ব্যক্তির চোখ খুবলে নিয়ে গিয়েছে। অন্যদিকে নালন্দা হাসপাতালের সুপার বিনোদ কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্তের জন্য চার সদস্যে একটি কমিটি গঠন করা হয়েছে। দোষীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন তিনি। ইতোমধ্যেই ঘটনার ময়নাতদন্ত করা হয়েছে। তিনি আরও বলেন, 'চোখ থেকে ইঁদুর কামড়ানোর সম্ভাবনাকে উপেক্ষা করা যায় না। য়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে। এটি গ্রহণযোগ্য নয়, এবং যে কেউ অবহেলার জন্য দোষী সাব্যস্ত হবে তাকে শাস্তি দেওয়া হবে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)