নিজস্ব প্রতিবেদন: ২৯  কেবল টিভির নতুন নিয়ম চালু হচ্ছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেলিফোন রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের নির্দেশিকা অনুযায়ী পছন্দের চ্যানেল বেছে না নিলে ২৯ ডিসেম্বর শনিবার থেকে পে-চ্যানেলগুলি বন্ধ হয়ে যাওযার কথা। কেবল টিভির গ্রাহকদের স্বস্তি দিতে ওই নতুন নিয়ম চালু হচ্ছে ৩১ জানুয়ারি থেকে। সুতরাং গ্রাহকরা তাদের পছন্দের চ্যানেল বেছে নিতে সময় পেয়ে যাবেন আরও ৩৩ দিন।


আরও পড়ুন-লন্দশহরে পুলিস ইন্সপেক্টর হত্যায় মূল অভিযুক্ত গ্রেফতার


ট্রাইয়ের সেক্টেটারি এস কে গুপ্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, বৃহস্পতিবার এমএসও ও ডিটিএইচ অপারেটরদের সঙ্গে ট্রাইয়ের একটি বৈঠক হয়। প্রত্যেকেই নতুন নিয়ম চালু করতে রাজী হয়েছেন। তবে পছন্দের চ্যানেল বেছে নেওয়ার জন্য গ্রাহকদের তাঁরা কিছু সময় দিতে অনুরোধ করেছেন।


আরও পড়ুন-এবার কেন্দ্রীয় নিরাপত্তার জয় বন্দ্যোপাধ্যায়েরও! 


এস কে গুপ্তা আরও বলেন, পছন্দের চ্যানেল বেছে নেওয়ার জন্য গ্রাহকদের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ফলে ১ ফেব্রুয়ারি থেকে গ্রাহকরা তাদের পছন্দের চ্যানেল দেখতে পাবেন।