বুলন্দশহরে পুলিস ইন্সপেক্টর হত্যায় মূল অভিযুক্ত গ্রেফতার

ঘটনার তদন্তে নেমে বজরং দলের নেতা যোগেশ রাজকে গ্রেফতার করে পুলিস। এছাড়াও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার ভিডিও ফুটেজও খতিয়ে দেখেন তদন্তকারীরা। জানা যায় গুলি করে খুন করা হয়েছিল ইন্সপেক্টর সুবোধ সিংকে। গুলি চালিয়েছিলেন প্রশান্ত নট। 

Updated By: Dec 28, 2018, 12:44 PM IST
বুলন্দশহরে পুলিস ইন্সপেক্টর হত্যায় মূল অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন: উত্তর প্রদেশের বুলন্দশহরে পুলিস ইন্সপেক্টর হত্যায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিস। ধৃত প্রশান্ত নট দিল্লিতে ট্যাক্সি চালান বলে জানিয়েছে পুলিস। অভিযোগ, নিহত ইন্সপেক্টর সুবোধ সিংয়ের রিভলবার ছিনতাই করে তাঁকে গুলি করেন প্রশান্তই।  

গত ৩ ডিসেম্বর বুলন্দশহরে সিয়ানা গ্রামে একটি জঞ্জালের ভ্যাটে গরুর দেহাংশ উদ্ধার হওয়ায় বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিসকর্মীদের লক্ষ্য করে আক্রমণ চালায় জনতা। এরই মধ্যে আত্মরক্ষার্থে সার্ভিস রিভলবার থেকে গুলি চালান ইন্সপেক্টর সুবোধ কুমার সিং। তাতে মৃত্যু হয় ১ গ্রামবাসীর। কিছুক্ষণ পর উদ্ধার হয় সুবোধ সিংয়ের দেহ। 

ঘটনার তদন্তে নেমে বজরং দলের নেতা যোগেশ রাজকে গ্রেফতার করে পুলিস। এছাড়াও বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার ভিডিও ফুটেজও খতিয়ে দেখেন তদন্তকারীরা। জানা যায় গুলি করে খুন করা হয়েছিল ইন্সপেক্টর সুবোধ সিংকে। গুলি চালিয়েছিলেন প্রশান্ত নট। 

বিরোধী জোটে ফের ফাটল, কংগ্রেসকে ছাড়াই উত্তর প্রদেশে জোটে সওয়ার অখিলেশের

ঘটনাক্রম অনুসারে, উত্তেজিত জনতাকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে পড়েন ইন্সপেক্টর সিং। তখনই তাঁর সার্ভিস রিভলবার ছিনতাই করে তাকে গুলি করে প্রশান্ত।  

.