ওয়েব ডেস্ক : ঘুড়ি ওড়ানো দেখতে গিয়ে নৌকাডুবিতে পাটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ জন। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকালের পর আজও সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়। ঘটনায় বারবার করে আঙুল উঠছে প্রশাসনের দিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মকর সংক্রান্তিতে পাটনায় নৌকাডুবিতে নিহত ২০, নিখোঁজ ১৪


গতকাল সন্ধ্যায় ঘুড়ি ওড়ানো দেখতে ৪০ জনের বেশি যাত্রীকে নিয়ে পটনার NIT ঘাট থেকে ছাড়ে নৌকাটি। কিছুক্ষণের মধ্যেই উল্টে যায় সেটি। গোটা ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। প্রথমে প্রশাসনের তরফে দাবি করা হয়, অধিকাংশ যাত্রীকে জীবিত অবস্থায়  উদ্ধার করা হয়েছে। পরে দেখা যায় তা একেবারেই ঠিক নয়। একের পর এক দেহ উদ্ধার হতে থাকে। এখনও পর্যন্ত ২১ জনের মধ্যে ২ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।