মকর সংক্রান্তিতে পাটনায় নৌকাডুবিতে নিহত ২০, নিখোঁজ ১৪

পাটনার গঙ্গায় নৌকাডুবি। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু। ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪ জন এখনও নিখোঁজ। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গায় ফ্রি পরিষেবা দিচ্ছিল ওই বোট। রওনা হয়েছিল গঙ্গার ঘাট থেকে, তারপরই ঘটে যায় দুর্ঘটনা।

Updated By: Jan 14, 2017, 10:22 PM IST
মকর সংক্রান্তিতে পাটনায় নৌকাডুবিতে নিহত ২০, নিখোঁজ ১৪

ওয়েব ডেস্ক: পাটনার গঙ্গায় নৌকাডুবি। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু। ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪ জন এখনও নিখোঁজ। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গায় ফ্রি পরিষেবা দিচ্ছিল ওই বোট। রওনা হয়েছিল গঙ্গার ঘাট থেকে, তারপরই ঘটে যায় দুর্ঘটনা।

আরও পড়ুন- বীরভূমে শুরু হল ঐতিহ্যবাহী জয়দেব মেলা

অন্যদিকে মহাকুম্ভ, অর্ধকুম্ভ নেই এবছর। ভিড় অনেকটাই টেনে নিয়েছে গঙ্গাসাগর। তবু এলাহাবাদ, হরিদ্বার, বেনারসে ভিড়ে কমতি নেই। প্রয়াগ সঙ্গমে ভোর থেকেই শুরু হয়ে যায় পুণ্যস্নানের পালা। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই জলে ডুব লাগান পুণ্যার্থীরা। মন্দিরে-মন্দিরে বেজে ওঠে কাঁসর-ঘণ্টা। পুজো দিতে লম্বা লাইন পড়ে। গোরক্ষপুরের মন্দিরেও রীতিনীতি মেনে চলে পুজোর পালা। রাত থেকেই ভিড় করেন অসংখ্য ভক্ত।

আরও পড়ুন- ঠান্ডার কামড়ে পঞ্জাবের অম্বালাকে টেক্কা দিল বঙ্গের কোচবিহার

.