ওয়েব ডেস্ক: টোল প্লাজায় সেনা মোতায়েন নিয়ে বিতর্কে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, সেনার রুটিন কাজ নিয়ে এই বিতর্কে তিনি ব্যথিত। চিঠিতে পারিক্কর লিখেছেন, বহু বছর ধরে দেশজুড়ে বিভিন্ন টোল প্লাজায় সেনার এই সমীক্ষা রুটিন কাজ। রাজ্যের সঙ্গে কথা বলেই এই সমীক্ষা হয়ে থাকে।  কিছুটা কটাক্ষের সুরে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, সংবাদমাধ্যমে অভিযোগ না করে , রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বললেই সেনার সমীক্ষা সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এধরনের অভিযোগ সেনার মনোবলে প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন পারিক্কর। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, রাজনীতিকরা একে ওপরের বিরুদ্ধে যে কোনও অভিযোগ তুলতে পারেন। কিন্তু দেশের সামরিকবাহিনীর সম্পর্কে মন্তব্য করার আগে ভাবনা চিন্তা করা উচিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সংসদে অচলাবস্থার জন্য কেন্দ্রকেই দূষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


আরও পড়ুন আন্দামানে পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু সেনা এবং উপকূলরক্ষীবাহিনীর