নিজস্ব প্রতিবেদন: গণনা শুরু হওয়া থেকেই চলছিল থ্রিলার। অন্তত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জন্য তা একেবার সত্যি। কখনও এগোচ্ছেন, কখনও পিছিয়ে পড়ছেন কেজরীর ঘনিষ্ঠ এই আপ নেতা। শেষপর্যন্ত পটপরগঞ্জ কেন্দ্রে জয়ী হলেন মণীশ সিসোদিয়া। তবে জয়ের মার্জিন গিয়ে দাঁড়াল মাত্র ৩০০০ কিছু বেশিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'ও আমার খুব ঘনিষ্ঠ', দিল্লি বিজয়ে অরবিন্দকে ফোনে শুভেচ্ছা দিদির, যেতে পারেন শপথেও


এদিন গণনার ষষ্ঠ রাউন্ডের শেষেও ২১৮২ ভোটে পিছিয়ে ছিলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী।  তবে শেষ মুহূর্তে  তিনি পেছনে ফেলে দেন বিজেপি প্রার্থী রবি নেগিকে। চুড়ান্ত ফলাফল এখনও না এলেও বিজেপি ইতিমধ্যেই সিঙ্গল ডিজিটে নেমে গিয়েছে। আপ এখন ৬২ আসনে এগিয়ে। রাজনৈতিক মহলের বক্তব্য, কাজের দলই জিততে চলেছে দিল্লিতে।


আরও পড়ুন-কংগ্রেসের ভরাডুবিতে ডুবল বিজেপির স্ট্রাইক রেট,'সিঙ্গল ডিজিটে' মোদীর দল   


এদিকে, শাহিনবাগকে সমর্থন করে বিপাকে পড়ে গিয়েছিলেন সিসোদিয়া। এমনটাই মনে করছিল রাজনৈতিক মহল।  বিজেপির মেরুকরণের রাজনীতির মধ্যে শাহিনবাগকে সমর্থনে ভোটের হাওয়া আরও তেজি করে তুলেছিল।  সেইসব সমালোচকরা এবার মুখ বন্ধ করবেন। কিন্তু প্রশ্ন থেকেই যাবে মাত্র তিন হাজার ভোটে জিত?  আপের এই বাজারে খাপ খায় না। তাহলে ভোট কাটলো কোথায়!