নিজস্ব প্রতিবেদন: পুলিস অফিসারের গুলিতে খুন মহিলা পুলিস অফিসার। শুক্রবার রোহিনীর এক মেট্রো স্টেশনের সামনে দিল্লি পুলিসের ওই মহিলা পুলিস অফিসারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তার ব্যাচমেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিধবা মাকে মেরে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউ, পুলিসের দ্বারস্থ অসহায় বৃদ্ধা


শুক্রবার রোহিনীর ওই মেট্রো স্টেশনে নেমে বাড়ির দিকে যাচ্ছিলেন দিল্লি পুলিসের সাব-ইন্সপেক্টর প্রীতি আলহাত(২৬)। সে সময় তাঁকে মাথায় তিনটি গুলি করে পুলিস অ্যাকাডেমিতে তাঁরই ব্যাচমেট  দীপাংশু রাঠি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রীতির। পরে সোনিপতে নিজের ঘরের কাছে একটি গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় দীপাংশুকে। পুলিসের অনুমান আত্মহত্যা করেছেন দীপাংশু।


পুলিস জানিয়েছে, সোনিপতের মার্থলে একটি গাড়ির মধ্যে দীপাংশুর মৃতদেহ পাওয়া যায়। গাড়িটি ভেতর থেকে লক করা ছিল। হেডলাইট অন ছিল।


উল্লেখ্য, পূর্ব দিল্লির প্রতাপগঞ্জ এলাকায় পোস্টিং ছিলেন প্রীতি। রেহিনীতে একটি ভাড়া বাড়িতে থাকতেন রোহিনী। দীপাংশুও সাব ইন্সপেক্টর ছিলেন। ২০১৮ সালে একই ব্যাচে ট্রেনিং নিয়েছিলেন।


আরও পড়ুন-বৃষ্টির সঙ্গেই আগামী কয়েকদিনে ফের ১০ ছুঁতে পারে পারদ, বাড়বে ঠান্ডা


পুলিসের দাবি, প্রীতিকে ভালোবাসতেন দীপাংশু। কিন্তু তাকে পাত্তা দেননি প্রীতি। এমনকি দীপাংশুর বিয়ের প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি। সম্ভবত সেই হতাশা থেকেই ভয়ঙ্কর কাণ্ড করে বসেছেন দীপাংশু।