নিজস্ব প্রতিবেদন: রাগের মাথায় ধর্ষণের অভিযোগ এনেছিলেন উল্লেখ করে কোর্টে সেই মামলা তুলে নেওয়ার আবেদন এক মহিলার। সহমত হল হাইকোর্টও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিরল এই ঘটনাটি ঘটেছে দিল্লি হাইকোর্টে।  


ভুল করে কারও প্রতি ধর্ষণের অভিযোগ আনাও অন্যায়। সেই হিসেবে মহিলা শাস্তিযোগ্য। তবে তিনি কোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই মর্মে যে, তিনি বিবাহিতা এবং দুই সন্তানের জননী, তিনি এই ঘটনায় জড়িয়ে পড়লে তাঁর ব্যক্তিগত জীবন সঙ্কটে পড়বে। এ দিকে যে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তিনি অত্যন্ত মেধাবী ও উচ্চশিক্ষিত এক তরুণ, যিনি এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। হাইকোর্ট মনে করছে, ভুল কারণে অভিযুক্ত হয়ে মামলা চলতে থাকলে তাঁর কেরিয়ারেরও ক্ষতি হবে। সব দিক বিবেচনা করেই দিল্লি হাইকোর্ট অত্যন্ত সংবেদনশীল ও দৃষ্টান্তমূলক এক সিদ্ধান্ত নিয়েছে।   


সূত্রের খবর, এমনিতে ধর্ষণের মামলা এ ভাবে তুলে নেওয়া যায় না। কিন্তু স্বয়ং অভিযোগকারিণী যদি তাঁর অভিযোগ তুলে নেওয়া মনস্থ করেন তখন তো নতুন করে ভাবতেই হয়। তাই দিল্লি হাইকোর্ট চায়নি মামলা নিয়ে আরও এগিয়ে যেতে। 


also read:  ''বড়দিনে হই-হুল্লোড় করলে, গির্জায় গেলে মার খেতে হবে'', হিন্দুদের হুমকি বজরং দলের