ওয়েব ডেস্ক: দিল্লি পুরভোটের ফলেও গেরুয়া ঝড়। পুরসভা দখল এখন শুধু সময়ের অপেক্ষা। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছে বিজেপি। বেসামাল আপ। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। গত পুরভোটে তিন পুরসভারই দখল নেয় বিজেপি। কিন্তু, তিন বছর পর বিধানসভা ভোটে বিজেপি-কংগ্রেসকে মুছে দেয় আপ। বুথ ফেরত সমীক্ষা বলছে, পুরভোটে সেই সাফল্য ধরে রাখতে পারবেন না অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেস-আপ, দু-দলই প্রান্তিক শক্তিতে পরিণত হবে। শেষ হাসি হাসবে বিজেপি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সর্বশেষ ফলাফল।


সম্প্রতি, দিল্লির রজৌরি গার্ডেন বিধানসভা উপ-নির্বাচনে আপের জামানত জব্দ হয়। অনেক ঢাক-ঢোল পিটিয়েও পঞ্জাব ও গোয়ায় ব্যর্থ হয়েছে তারা। ফলে পুরভোটে বুথ ফেরত সমীক্ষা মিলে গেলে কেজরিওয়ালের রাজনৈতিক ভবিষ্যত সঙ্কটের মুখে পড়বে। (আরও পড়ুন- মোদীর ওপর চাপ বাড়াচ্ছেন মুফতি, কাশ্মীরে শান্তির জন্য সব পক্ষের সঙ্গে আলোচনার দাবি পিডিপি নেত্রীর)