নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানীতে আইএস মডিউলের সন্ধান পেল দিল্লি পুলিস। পাকড়াও করা হল ৩ সন্দেহভাজন আইএস জঙ্গিকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার সকালে ওয়াজিরাবাদ থেকে ৩ সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিস। দিল্লি পুলিসের স্পেশাল সেলের ডিসিপি পিএস কুশওয়া জানান, আইএসের সন্ত্রাসবাদী মডিউলের খোঁজ পেয়ে ওয়াজিরাবাদে হানা দেয় দিল্লি পুলিস। ৩ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।    



দিল্লি পুলি সূত্রে খবর, ধৃত ৩ সন্দেহভাজন জঙ্গিকে জেরা করা হচ্ছে। তাদের কাছ থেকে মডিউলের বাকিদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। একটি জাতীয় সংবাদমাধ্যমের দাবি, দক্ষিণ ভারতের এক হিন্দুত্ববাদীর নেতার খুনের সঙ্গে যোগ রয়েছে ধৃতদের।   


আরও পড়ুন- উত্তরবঙ্গে বহাল তবিয়তে ৪ IS জঙ্গি, একজন তো আবার সিরিয়ায় ফেরত: গোয়েন্দা রিপোর্ট