নিজস্ব প্রতিবেদন: দিল্লি পুলিসের জালে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী আজিজ খান ওরফে জুনেইদ। ২০০৮ সালে বাটলা হাউসে পুলিসের অভিযানের সময় পালিয়ে গিয়েছিল সে। 

 

১০ বছর ধরে আজিজের খোঁজ চালাচ্ছিল পুলিস। একাধিক বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই জঙ্গি। দিল্লি পুলিসের স্পেশ্যাল সেলের ডিসিপি প্রমোদ সিং কুশওয়া জানিয়েছেন, একাধিক বিস্ফোরণে জড়িত আজিজ খান। মোট ১৬৫ জনের মৃত্যু হয়েছে। ২০০৮ সালে দিল্লি বিস্ফোরণের ঘটনাতেও হাত রয়েছে তার।

 


 

দিল্লি পুলিস জানিয়েছে, বোমা তৈরি করতে দক্ষ আজিজ খান। ২০০৭ সালে উত্তরপ্রদেশে বিস্ফোরণ, ২০০৮ সালে জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণ, আমেদাবাদ বিস্ফোরণের ঘটনাগুলিতে যোগ রয়েছে তার।