নিজস্ব প্রতিবেদন: দিল্লিকে এখনই আগের মতো আনলক করা সম্ভব নয়।  লকডাউন বাড়ল আরও এক সপ্তাহের জন্য। তবে এবারের লকডাউনে বেশ কিছুক্ষেত্রে ছাড় রয়েছে। নতুন নির্দেশিকার আওতায় উৎপাদন ও নির্মাণ ব্যবসাকে ছাড় দেওয়া হয়েছে।  সোমবার থেকে শুরু হবে  আনলক পর্ব। কোভিড বিধির মধ্যে দিয়ে চালাতে হবে কাজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার দিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৫৬ জন। যা করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর সর্বনিম্ন। মৃতের সংখ্যা ১২২। সংক্রমণের হার প্রায় ১.১৯ শতাংশ। যা প্রথম পর্যায়ে ছিল প্রায় ৩৬ শতাংশ।  


আরও পড়ুন: করোনায় উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু হলে পেনশন পাবে পরিবার, বড় ঘোষণা কেন্দ্রের


মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেন, ‘‘অনেকদিন পর একদিনে প্রায় ৯০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আমি আশা করছি, আগামী সপ্তাহে সংক্রমণ আরও কমতে পারে। তখন আরও বেশ কিছুতে ছাড় দেওয়া হবে। আমরা চাই অর্থনৈতিক কার্যক্রম আবার আগের মতো শুরু হোক, অর্থনীতিকে চাঙ্গা করতে হবে।’’