নিজস্ব প্রতিবেদন: ফেব্রুয়ারিতে দিল্লি হিংসার তৈরির পেছনে ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের ভূমিকা। দিল্লি হিংসার অতিরিক্ত চার্জশিটে এমনটাই দাবি করেছে দিল্লি পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'তথ্যমিত্র কেন্দ্রে যাবেন না' ঝাড়গ্রামে মমতা


দিল্লি পুলিসের দাবি, 'কট্টর হিন্দু একতা' নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেই উত্তরপূর্ব দিল্লির সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হয়েছিল। মুসলিমদের ওপরে শোধ নেওয়ার জন্য গত ২৫ ফেব্রুয়ারি ওই গ্রুপটি তৈরি করা হয়।


গত ২৬ সেপ্টেম্বর দিল্লি হিংসার অতিরিক্ত চার্জিশিট চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট পুরুষোত্তম পাঠকের কাছে জমা দিয়েছে পুলিস। গোকুলপুরীতে হাসিম আলি নামে এক জনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার্জশিটে ৯ জনের নাম করছে পুলিস। ওই ৯ জনই এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।


আরও পড়ুন-কোভিড-সংক্রান্ত ভুল তথ্য দেওয়ায় ফেসবুকের তোপে ট্রাম্প!


চার্জশিটে পুলিস জানিয়েছে, গ্রুপ চ্যাট থেকে জানা গিয়েছে  হিন্দুদের ওপরে 'হামলার অপরাধে' অস্ত্রসস্ত্র জোগাড় করে গোকুলপুরীতে ৯ জনকে হত্যা করা হয়।  হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রচারে প্ররোচিত হয়ে বিচারবোধ নষ্ট হয়ে যায় অভিযুক্তদের।