নিজস্ব প্রতিবেদন: উত্তর-পূর্ব দিল্লির হিংসায় আইবি আধিকারিক অঙ্কিত শর্মার হত্যায় নাম জড়াল আম আদমি পার্টির কাউন্সিলর মহম্মদ তাহির হুসেনের। নিহতের পরিবারের অভিযোগ, তাহির হুসেন ও তাঁর সমর্থকরা অঙ্কিতকে হত্যা করেছে। সব অভিযোগ অস্বীকার করেছেন তাহির হুসেন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিএএ নিয়ে দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি। মঙ্গলবার জাফরাবাদে নালায় উদ্ধার হয় আইবি আধিকারিক অঙ্কিত শর্মার দেহ। তাঁকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। অঙ্কিতের বাবা রবীন্দ্র শর্মা নিজেও আইবি-কে কাজ করেন। তাঁর অভিযোগ, তাহির হুসেনের সমর্থকরা তাঁকে ছেলেকে হত্যা করেছে। মারধরের পর গুলি করা হয়েছে অঙ্কিতকে। সংবাদসংস্থা এএনআই-কে রবীন্দ্র শর্মা বলেন,'' প্রায় ১৫-২০ জন তাহির হুসেনের বাড়ি থেকে বেরিয়ে  অঙ্কিতকে টানতে টানতে নিয়ে যায়। তাহির সমাজ-বিরোধী। ওর বাড়ি থেকে পাথর, বোমা ছুড়ছিল দুষ্কৃতীরা।''


অঙ্কিতের পড়শিরা অভিযোগ করেন, ঘটনার দিন তাহিরের পাঁচতলা বাড়ির উপর থেকে পাথর, পেট্রোল বোমা ছোড়া হচ্ছিল। একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে লাঠি হাতে দেখা গিয়েছে তাহির হুসেনকে। 


আপ নেতা তাহির হুসেন নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। তাঁর সাফাই,''আমার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। কপিল মিশ্র উস্কানি দেওয়ার পর দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সেটাই এখানে হয়েছে।''     


কিন্তু আপনি ছাদে কী করছিলেন? তাহির হুসেনের জবাব,''আমার বাড়িতে হামলা চালানো হয়েছিল। ছাদে উঠে পুলিসের সহযোগিতা চেয়েছিলাম। কিন্তু অনেক পরে পুলিস এসেছে। ওদের অনুরোধ করেছিলাম, আমায় নিরাপত্তা দিন। পরে বাহিনী সরে যায়। কারণটা জানি না।'' 


আরও পড়ুন- বিচারপতি বদল হতেই BJP নেতাদের বিরুদ্ধে রায় বদলে গেল দিল্লি হাইকোর্টে