নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি। প্রথম দশে ভারতের তিন শহর। দাবি বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের। তাদের রিপোর্ট বলা হয়েছে পাঁচ নম্বরে, কলকাতা। নয় নম্বরে মুম্বই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত নয়দিন ধরে দিল্লিতে বাতাসের গুণমান ক্ষতিকারক পর্যায়ে। যা আগে কখনও দেখা যায়নি। সংস্থার রিপোর্ট বলছে, গত কয়েকদিন দিল্লিতে বাতাসের গুণমান সূচক ৫২৭। ২য় স্থানে রয়েছে লাহোর। কলকাতায় বাতাসের গুণমান সূচক ১৬১। মুম্বইয়ে ১৫৩। সেই হিসাবে এই দুই শহরেও দূষণের মাত্রা উদ্বেগজনক।


কলকাতা ও পাশ্ববর্তী এলাকাতেও দূষণ চিন্তার কারণ হচ্ছে। গত সপ্তাহে বৃষ্টির কারণে কিছুটা কমেছিল দূষণ। কিন্তু এর মধ্যে ক্রমশ দূষণের চাদরে ঢাকতে চলেছে মহানগর। দূষণের পরিমাণ সব চেয়ে বেশি হাওড়ার ঘুসুড়ি। সেখানে আজ সকাল আটটটায় AQI বা এয়ার কোয়ালিটি ইনডেক্স লেভেল দুশো পঁচাশি। আর কলকাতার ভিক্টোরিয়ায় দূষণের মাত্রা বা AQI একশো বাষট্টি।



আরও পড়ুন- আমজনতার ক্রয়ক্ষমতা চার দশকে সর্বনিম্ন, তথ্য ধামাচাপার অভিযোগ খারিজ কেন্দ্রের


ক্রমেই যেন গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে দিল্লি। দূষণের মাত্রা বেড়েই চলেছে। শুক্রবার কোথাও কোথাও এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছয় এক হাজারে। অধিকাংশ এলাকায় AQI প্রায় সাতশো।