দিল্লি চিড়িয়াখানায় বার্ড-ফ্লুতে মৃত্যু ১০ পাখীর
দিন কয়েক আগেই ডেঙ্গি ও চিকুনগুনিয়াতে জেরবার ছিল গোটা রাজ্য। প্রাণ গিয়েছিল কয়েকজনের। পরিস্থিতি মোকাবিলায় রীতিমতো বিপাকে পড়েছিল দিল্লী সরকার। বর্তমানে সেই পরিস্থিতি সবে সামলাবে সামলাবে ভাব ঠিক সেই সময়ই সামনে এল নতুন বিপদ।
ওয়েব ডেস্ক : দিন কয়েক আগেই ডেঙ্গি ও চিকুনগুনিয়াতে জেরবার ছিল গোটা রাজ্য। প্রাণ গিয়েছিল কয়েকজনের। পরিস্থিতি মোকাবিলায় রীতিমতো বিপাকে পড়েছিল দিল্লী সরকার। বর্তমানে সেই পরিস্থিতি সবে সামলাবে সামলাবে ভাব ঠিক সেই সময়ই সামনে এল নতুন বিপদ।
কী সেই বিপদ?
গত ৪৮ ঘণ্টায় দিল্লী চিড়িয়াখানায় অন্তত ১০টি পাথীর মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা বার্ড-ফ্লুতেই মৃত্যু হয়েছে পাখীগুলোর। শুধু তাই নয়, এবার শহরেও সেই ফ্লুয়ের আতঙ্ক ছড়াতে শুরু করেছে। এদিকে, বার্ড ফ্লুয়ের আতঙ্কে ইতিমধ্যেই বন্ধ করে রাখা হয়েছে দিল্লী চিড়িয়াখানা। যদিও, গোটা বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য দিল্লীবাসীর কাছে সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।