WATCH | Delivery Agent Harassed: `আমরা হিন্দু, খোলো এইসব...`! উঠল `জয় শ্রীরাম` স্লোগান, হেনস্থা ডেলিভারি এজেন্টকে...
Delivery Agent Harassed: ওই ডেলিভারি এজেন্টের মোটর সাইকেল আটকানো হয় প্রথমে। কেন সান্তাক্লজের পোশাক পরেছেন জানতে চাওয়া হয়। এর পর মোটরসাইকেল থেকে নেমে আসতে বাধ্য করা হয় তাঁকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড়দিনে সান্তার পোশাকে খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন খাবার সরাবহকারী সংস্থার ডেলিভারি এজেন্ট। সেই পোশাক পরাই হল কাল! বড়দিনে সান্তা সাজা নিয়ে হেনস্থা। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয় সামনে এসেছে, যা ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে।
সূত্র অনুযায়ী, ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দৌরের। একটি অনলাইন খাবার সরবরাহকারী সংস্থার এজেন্ট বেরিয়ে ছিলেন খাবার ডেলিভারি করতে। সেই সময় এক যুবক ওই সান্তার পোশাকে দেখে তাঁকে জিজ্ঞেস করেন কেন গেরুয়া বস্ত্র পরিধান করেন না এই প্রশ্ন ধেয়ে এল। রাস্তায় তাঁকে ওই পোশাক খুলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ। ভিডিয়োটিতে তাতে ওই ডেলিভারি এজেন্টের মোটর সাইকেল আটকানো হয় প্রথমে। কেন সান্তাক্লজের পোশাক পরেছেন জানতে চাওয়া হয়। এর পর মোটরসাইকেল থেকে নেমে আসতে বাধ্য করা হয় তাঁকে। তার পর সান্তার পোশাক খুলতে বলা হয়। এক এক করে টুপি, জামা খুলে রাখলে, নীচের প্যান্টও খুলতে বলা হয় তাঁকে। কিছু বলতে গেলেও, বাধা দেওয়া হয় তাঁকে। পোশাক খোলা হলে রব ওঠে 'জয় শ্রী রাম'।
এক ব্যক্তিকে বলতে শোনা যায়, "ভগবান রাম সেজে কখনও কারও বাড়ি গিয়েছেন?" উত্তরে ওই ডেলিভারি এজেন্ট বলেন, "না, কিন্তু কোম্পানি আমাকে এই পোশাক পরতে বলেছে।" এর পর তাঁকে পোশাক খোলানো হয়।
সেই ভিডিয়োতে 'হিন্দু জাগরণ মঞ্চে'র জেলার আহ্বায়ক সুমিত হরদিয়াকে শনাক্ত করা গিয়েছে। তাঁর প্রশ্ন ছিল, হিন্দুদের এলাকায় খাবার সরবরাহ করতে কেন সান্তার পোশাক পড়েছেন তিনি? তাঁর যুক্তি, 'ইন্দৌর এবং ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ। এমন পোশাক পরে বাড়ি বাড়ি যান ডেলিভারি এজেন্টরা? হনুমান জয়ন্তি, রাম নবমী বা দীপাবলির মতো হিন্দুদের উৎসবগুলিতে কি কখনও রাম সাজেন ওঁরা?'