ওয়েব ডেস্ক: কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু আরবিআই-এর দেওয়া তথ্য প্রধানমন্ত্রীর উদ্দেশ্যকে প্রশ্নের মুখে ফেলে দিল। মাত্র ১ শতাংশ পুরনো নোট ফেরেনি বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার আরবিআই বার্ষিক রিপোর্টে জানাল, ১৫.৪৪ লক্ষ কোটি টাকা মূল্যের নোট বাতিল হয়েছিল। এর মধ্যে ১৫.২৮ লক্ষ কোটি টাকা মূল্যের নোট ফিরে এসেছে। ‌‌অর্থাৎ ৯৯ শতাংশ অর্থই জমা পড়ে গিয়েছে আরবিআই-এর ভাঁড়ারে। ৬৩২.৬ কোটি হাজার টাকার নোটের মধ্যে ফিরে আসেনি মাত্র ৮.৯ কোটি নোট।


গতবছর ৮ নভেম্বর নোটবন্দির সিদ্ধান্ত নিয়েছিলেন নরেন্দ্র মোদী। হাজার ও পাঁচশো টাকার নোটের বদলে নতুন পাঁচশো ও দু হাজার টাকা দেওয়া হয়। নোট বাতিল নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। সরকারের ‌যুক্তি ছিল, অর্থ ব্যবস্থা থেকে কালো টাকা ও জাল নোট বের করে দিতেই এই সিদ্ধান্ত। পরে সেই অবস্থান বদলে নগদহীন লেনদেনের কথাও প্রচার করে কেন্দ্রীয় সরকার। আরবিআই-এর এই পরিসংখ্যানে স্পষ্ট, নোট বাতিলে সাধারণ মানুষ কষ্ট করলেও কেষ্ট মিলল না।        


আরও পড়ুন,জিএসটি থেকে প্রথম মাসের আয় প্রত্যাশাকে ছাপিয়ে গেল