ওয়েব ডেস্ক: কালো টাকা উদ্ধার ও জাল নোটকে ধ্বংস করতে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  আরবিআই-এর বার্ষিক রিপোর্ট বলছে, ৯৯ শতাংশ টাকাই ফিরে এসেছে। অথচ সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল মুকুল রহতোগি দাবি করেছিলেন, অন্তত ৩-৪ লক্ষ কোটি টাকাই আর ফিরবে না। এই তথ্যকে হাতিয়ার করেই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। তবে জাল নোট কত উদ্ধার হল বা কত টাকার জাল নোট নষ্ট হল? এনিয়ে পরিসংখ্যান দিয়েছে আরবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩০ অগাস্ট প্রকাশিত আরবিআই-এর বার্ষিক রিপোর্ট বলছে, ২০১৬-১৭ অর্থবর্ষে ৪৩.৪৭ কোটি টাকার জাল নোট বাজারে ছিল। এর মধ্যে সব ধরণের মূল্যের নোট রয়েছে। দেশজুড়ে সমীক্ষা চালিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ৮ নভেম্বর থেকে ৩১ মার্চ প‌র্যন্ত বাজারে জাল নোট ছিল ১৮.৯৭ কোটি টাকা।


লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছিলেন, নোট বাতিলের পর ১৯.৫৩ কোটি টাকার জাল নোট সনাক্ত করা হয়েছে। তা ছিল পুরনো পাঁচশো ও হাজার টাকার নোটে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য বলছে, ৮ নভেম্বর থেকে ১৪ জুলাই প‌র্যন্ত ১১.২৩ কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছে।


আরও পড়ুন, মোদীর নোট বাতিলের সিদ্ধান্তে লাভবান দেশ, তথ্য তেমনটাই বলছে