ওয়েব ডেস্ক : সমস্ত বাতিল নোট ২০ জুলাইয়ের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সমস্ত সমবায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসগুলিকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে দ্বিতীয় দফায় সরকারের তরফে বাতিল নোট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ ডিসেম্বর ২০১৬-র মধ্যে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে জমা পড়া সব বাতিল নোট গ্রহণ করবে RBI। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমবায় ব্যাঙ্কের ক্ষেত্রে এই সময়সীমা ১০ থেকে ১৪ নভেম্বর, ২০১৬। এই সময়ের মধ্যে জমা পড়া বাতিল নোট গ্রহণ করবে রিজার্ভ ব্যাঙ্ক।


১০ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্কগুলিতে জমা পড়া বাতিল ৫০০, ১০০০-এর নোটের মোট পরিমাণ ১২.৪৪ লাখ কোটি টাকা। 


আরও পড়ুন, বার্বি ডলের গোপনাঙ্গ স্পর্শ করে, আদালতকে যৌন হেনস্থার কথা বুঝিয়ে দিল ৫ বছরের শিশু