ওয়েব ডেস্ক: চেকপোস্ট যখন গাড়িটা দুটোকে ধরল, তখনও বোঝা যায়নি দুটো গাড়ির ভিতর এত টাকা আছে। সব চেকিংয়ের পর হঠাত্‍ সিটের পিছনে নিচের দিকে চোখ যায় পুলিসের। সেখান থেকেই বের করা হয় মোট ২.২২ কোটি টাক। সবটাই বাতিল ৫০০, ১০০০ টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফের আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


হরিয়ানার পালওয়াল জেলায় চেকিং পয়েন্টে দুটি গাড়িকে ধরা হয় যেখান থেকে পাওয়া যায় ২.২২ কোটি টাক। খবরটা জানায় পঞ্জাব পুলিস। আয়কর দফতরে খবর দেওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭৯, ৪১১ ধারায় কেস রুজু করা হয়েছে। টাকাগুলো পুরোটাই বেআইনি বলে মনে করা হচ্ছে। গাড়ি দুটি ফরিদাবাদের এক রিয়েল এস্টেট কোম্পানির বলে প্রাথমিকভাবে খবর।