নিজস্ব প্রতিবেদন: শাহিনবাগে আত্মঘাতী জঙ্গি তৈরি হচ্ছে বলার পর ফের বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং। মঙ্গলবার উত্তরপ্রদেশরে সাহারানপুরে গিরিরাজ বলেন, দেওবন্দের দারুল উলুম হল সন্ত্রাসবাদের গঙ্গোত্রী। শুধু তাই নয়, দেওবন্দেই লস্কর প্রধান হাফিজ সইদের জন্ম বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ইঞ্জিনের তলা থেকে বেরতে শুরু করে ধোঁয়া, সোনারপুর লোকালে 'আগুন'!


কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আগেই বলেছি দেওবন্দে যারা সিএএ-র বিরোধিতা করেছেন তারা আসলে জঙ্গি। হাফিজ সইদ-সহ দুনিয়ার তাবড় জঙ্গিরা এখানেই জন্মেছে।



উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি থেকে দেওবন্দে  সিএএ বিরোধী আন্দোলন করছেন কয়েকশো মহিলা। পাশাপাশি, সিএএ-র বিরুদ্ধে সুপিম কোর্টে মামলা হয়েছে তাতে রয়েছে দেওবন্দের ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম।  ওই প্রতিষ্ঠানকেই নিশান করেন গিরিরাজ।


এদিকে, গিরিরাজের বিরুদ্ধে সরব হয়েছেন, কংগ্রেস নেতা মিম আফজল। সংবাদমাধ্যমে তিনি বলেন, গিরিরাজ গঙ্গোত্রীর সঙ্গে সন্ত্রাসবাদের তুলনা করেছেন।  গঙ্গা এদেশের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। ফলে ওই মন্তব্য করে অন্যায় করেছেন গিরিরাজ।


আরও পড়ুন-সিঁথিকাণ্ডে নয়া মোড়, সিআইডি তদন্তের দাবিতে সরব মৃতের পরিবার


প্রসঙ্গত. এর আগেও শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন গিরিরাজ। তিনি বলেন, শাহিনবাগে সিএএ বিরোধী বিক্ষোভে আত্মঘাতী বোমারু তৈরি হচ্ছে।  ওখানকার আন্দোলনকারীরা দেশের ভাঙার চক্রান্ত করছেন। ওদের আসল উদ্দেশ্য ভারত ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করা। শাহিনবাগে ঠাণ্ডায় মারা গেল এক শিশু। এখন বলা হচ্ছে ও নাকি শহিদ।