ওয়েব ডেস্ক:  রোহিঙ্গাদের মতো উদ্বাস্তুদের চিহ্নিত করে তাদের দেশে ফেরাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্য সরকারগুলিকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দিল কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৮ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য সরকারগুলিকে পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, রোহিঙ্গাদের মতো উদ্বাস্তুরা দেশের নিরাপত্তার জন্য বিপদের। এরা ভারতীয় নাগরিকদের আধিকারও খর্ব করছে। এদের দেশ থেকে ফেরত পাঠাতে হবে। কারণ এদের জঙ্গি হিসেবেও ব্যবহার করা হতে পারে।


আরও পড়ুন-ভারতে দলিতরাও নিরাপত্তাহীনতায় ভোগে, হামিদ আনসারিকে ঠেস তসলিমার


উল্লেখ্য, মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে বহু রোহিঙ্গা ভারতে আশ্রয় নিয়েছে। নিজেদের দেশে গোলমালের কারণে ঘরছাড়া হয়ে এরা ভারতে ঢুকে পড়ছে। সংস্কৃতিগতভাবে ভারতীয়দের সঙ্গে মিল থাকার জন্য এদের খুঁজে বের করা মুসকিল হচ্ছে।


আরও পড়ুন-প্রিয়াঙ্কাই কি পরবর্তী ওয়ার্কিং প্রেসিডেন্ট, সোনিয়ার ইঙ্গিতে জল্পনা কংগ্রেস জুড়ে


প্রসঙ্গত, হিজবুল ও লস্করের মতো জঙ্গি সংগঠন ইতিমধ্যেই রোহিঙ্গাদের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। ২০১৩ সালের ৭ জুলাই বোধগয়ার জঙ্গি হামলা চালানোর কারণ হিসেবে তারা রোহিঙ্গাদের ওপরে নি‌র্যাতনের কারণটাই তুলে ধরেছিলে। ফলে রোহিঙ্গাদের নিয়ে এখন সতর্ক হচ্ছে কেন্দ্র। বর্তমানে ভারতে ১৪ হাজার রোহিঙ্গা রয়েছে। এদের নিয়ে বেশ কিছুদিন নিয়ে শোরগোল শুরু হয়েছে।