ওয়েব ডেস্ক: গ্রামটার নাম- 'কাসোল', রাজ্য- হিমাচল প্রদেশ। অতএব বুঝতেই পারছেন যে এই গ্রামটা পুরোপুরি ভারতের মানচিত্রের মধ্যেই রয়েছে। কিন্তু তবুও এই গ্রামে থাকে শুধুই বিদেশিনীরা, আর ভারতীয় পুরুষদের ঢোকাই বারণ! ভাবছেন এটা কী করে হয়? আমাদের দেশের গ্রামে কিনা আমরাই ঢুকতে পারব না! এতো ভারি অন্যায়! সত্যিই অবিচার! কিন্তু এর কারণটা কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যাপার হল, এই কাসোল গ্রামে থাকেন মূলত ইজরায়েলি পর্যটকেরা এবং তার সিংহভাগই মহিলা। ইজরায়েল রাষ্ট্রে সকলকেই বাধ্যতামূলক 'মিলিটারি ট্রেনিং' নিতে হয় আর সেই ট্রেনিং নিয়ে ইজরায়েলিরা ভীষণ ক্লান্ত হয়ে এই কাসোলে আসেন লম্বা ছুটি কাটাতে, বিশ্রাম নিতে। এমনই জানাচ্ছে ভাষ্কর ডট কম। এই গ্রামটাকে কখনও গেলে আপনার মনে হবে আপনি এক খণ্ড ইজরায়েলে এসে পড়েছেন, কারণ সকলেই এখানে হিব্রু ভাষায় কথা বলে থাকেন।


আরও পড়ুন- হুবহু নগ্ন নারী শরীরের মতো ফুল, 'নারীলতা'র অস্তিত্ব নিয়ে উঠছে প্রশ্ন


সে নয় হল কিন্তু, ভারতীয় পুরুষদের এখানে ঢুকতে না দেওয়ার কারণ কী? কায়োল গ্রামে কান পাতলে শোনা যাচ্ছে ভারতীয় ছেলেরা নাকি এই বিদেশিনী পর্যটকদের খুব 'ইভটিজিং' করত, আর তাই তাদের ওই গ্রামে প্রবেশ 'ব্যান' করে দেওয়া হয়েছে। এমনকী কোনও পুরুষ কখনও ওই গ্রামে কোনওভাবে ঢকে পড়লে তাকে কেউই আশ্রয় দেয় না এবং জানা যাচ্ছে ঠিক এই কারণেই ইজরায়েলি মহিলারা গ্রামটিকে এতটা 'নিরাপদ' মনে করেন।


এইসব ইজরায়েলিদের আবার দৃঢ় বিশ্বাস যে কাসোল গ্রামটিকে নাকি তাঁদেরই কোন পূর্বপুরুষ ১০০ বছর আগে আবিষ্কার করেছিলেন। সে যাই হোক, এই গ্রামে কিন্তু ঘর ভাড়া বেশ সস্তা দিনে মাত্র ৩০০ টাকা করে আর সাইবার ক্যাফের ব্যবসাও চলছে রমরমিয়ে। তাহলে কী ভাবছেন একবার যাবেন নাকি কাসোলে? তবে আপনি পুরুষ হলে সাবধান কিন্তু।


আরও পড়ুন- 'গোমাংস উত্সব' করার কথা ভাবছে দলিত সম্প্রদায়গুলো