নিজস্ব প্রতিবেদন: বিধ্বংসী আগুনে পুড়ে গেল শ্রীনগরের একটি হোটেলের একটি বড় অংশ। শনিবার ওই আগুন লাগে শ্রীনগরের রিগ্যাল চকের পাম্পোশ হেটেলে। ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-LPG কেলেঙ্কারিতে গ্রেফতার বিজেপি নেতা রণজিত্ মজুমদার


শ্রীনগর পুলিস সূত্রে খবর, ৮ তলা পাম্পোশ হোটেলের আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে আগুন লেগেছে হোটেলের ৮ তলা থেকে। আগুনের গ্রাসে ছাই হয়ে গিয়েছে হেটেলর প্রথম তলটি। আগুন নেভাতে হিমশিম খেয়ে যায় দমকল বাহিনী। আগুনের ভয়াবহতা দেখে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ২৫টি ইঞ্জিন।



শহরের এই গুরুত্বপূর্ণ হোটেলটিতে ছিল জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি নিউজ চ্যানেল ও ব্যবসা প্রতিষ্ঠানের দফতর। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব একটা কম হবে না বলে মনে করা হচ্ছে। এনিয়ে পুলিস অবশ্য এখনই কিছু বলতে রাজি নয়।


আরও পড়ুন-'৭ মিনিটে খেল খতম!' নিজে দাঁড়িয়ে থেকে স্বামীকে খুন করান স্ত্রী


দমকলের ডিসি সংবাদমাধ্যেম জানিয়েছেন, আগুন লাগার পরই হোটেল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। কোনও মৃত্যুর খবর এখনও পর্যন্ত নেই। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন।