জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর ভয়াবহ অগ্নিকান্ড! ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়। আর সেই অগ্নিকান্ডের জন্য ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হল ৬ জনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন প্রাক্তন ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট এবং তাঁর তিন বছরের নাতি। মঙ্গলবার গভীর রাতের ঘটনায় শোকস্তব্ধ গোটা জেলায়। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত প্রাক্তন ডিএসপির পরিবার ওই বাড়িটিতে ভাড়া থাকত। মঙ্গলবার মাঝরাতে আচমকাই কাঠুয়ার শিবনগরের সেই বাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ভরে যায় ঘরের ভেতর। আর সেই ধোঁয়ার কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৬ জনের। বাকিদের অবস্থাও সংকটজনক বলে জানিয়েছে পুলিস। তাঁরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় মোট ১০ জন সেখানে উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে। 


আরও পড়ুন: WATCH | Mumbai Local Train: নগ্ন অবস্থায় লোকাল ট্রেনের মহিলা কামরায় যুবক! আতঙ্কে যাত্রীরা, তারপর যুবক যা করল...


নিহতদের মধ্যে রয়েছেন ৮১ বছরের প্রাক্তন ডিএসপি অবতারকৃষেণ রায়না, তাঁর মেয়ে বরখা রায়না, নাতি তিন বছরের তাকাশ ও  ১৭ বছরের গঙ্গা ভগৎ, ১৫ বছরের দানিশ ভগৎ এবং ৬ বছরের আদভিক। এক পুলিশ আধিকারিক এই তথ্য জানিয়েছেন। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)