ওয়েব ডেস্ক : অল্পের জন্য রক্ষা পেলেন দেবেন্দ্র ফড়নবিশ। মারাত্মক দুর্ঘটনা এড়ালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লাতুর জেলায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে টেক অফের পর খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। কিন্তু বিদ্যুতের তার জড়িয়ে যায় চপারে। তড়িঘড়ি চপার ক্র্যাশ ল্যান্ডিং করেন পাইলট।


হেলিকপ্টারে ফড়নবিশ ছাড়াও, এক শীর্ষ আমলা, ব্যক্তিগত সচিব ছিলেন। তবে যাত্রীরা সকলেই সুস্থ আছেন। দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে DGCA। দুর্ঘটনাস্থল থেকে গাড়িতে ফড়নবিশকে লাতুর শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিমানে মুম্বই ফেরেন তিনি।


আরও পড়ুন, চুরি গেছে হেডফোন, ভাঙা টিভি স্ক্রিন; প্রথম যাত্রায় তছনছ হয়ে ফিরল বিলাসবহুল তেজস এক্সপ্রেস