নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ-র দাপটে বেসামাল পরিস্থিতি। আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা আরও বাড়াল কেন্দ্র। নির্দেশিকা জারি করল ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা সতর্কতায় গত বছর ভারতে বন্ধ ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। এবছর যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হল, তখন ফের আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। সেই ২৩ মার্চ থেকে বন্ধ আকাশপথে  যাত্রী পরিবহণ। এই নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হবে ৩১ মে। কিন্তু করোনা সংক্রমণ কমলে তো! চলতি নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে ফের নির্দেশিকা জারি করল ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)। বাড়িয়ে দেওয়া হল নিষেধাজ্ঞার মেয়াদ। 


 



আরও পড়ুন: করোনা পরিস্থিতিতে আর্থিক সাহায্য চেয়ে বোঝা বাড়াব না, Modi-কে জানালেন Naveen


কতদিন? আপাতত ৩০ জুন পর্যন্ত। তবে নির্দেশিকায় জানানো হয়েছে, আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা এবং ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে। পাশাপাশি,  ২০২০-র মে থেকে 'বন্দে ভারত মিশন'-র অধীনে বিশেষ আন্তর্জাতিক বিমান যেমন চলবে, তেমনি চলবে।


আরও পড়ুন: Delhi Unlock: শর্তসাপেক্ষে তুলে দেওয়া হচ্ছে লকডাউন