নিজস্ব প্রতিবেদন: দেশে পুলিস নিয়োগ সংস্কারের ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবারের রায়ের পর সরাসরি পুলিস প্রধান নিয়োগের এক্তিয়ারই আর রইল না রাজ্যের। পরিবর্তে রাজ্য পুলিসের ডিজি নিয়োগের দায়িত্ব এবার থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি)। এদিন, অস্থায়ী ডিজি নিয়োগেও নিষেধাজ্ঞা জারি করেছে শীর্ষ আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ঠিক কী বলল শীর্ষ আদালত?


  • রাজ্যগুলিকে ডিজি পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করে তা ইউপিএসসি-কে পাঠাতে হবে।

  • রাজ্যের পাঠানো এই তালিকা থেকে ৩ জনের নাম বাছাই করবে ইউপিএসসি।

  • ইউপিএসসি-র পাঠানো ৩টি নামের তালিকা থেকে ডিজির নাম চূড়ান্ত করবে সংশ্লিষ্ট রাজ্য।

  • নিয়োগের সময় ডিজিপি পদে মনোনীত প্রার্থীর চাকরি জীবনের মেয়াদ 'যথেষ্ট' বাকি থাকতে হবে।

  • রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলে অস্থায়ী ডিজি নিয়োগেও নিষেধাজ্ঞা জারি করেছে শীর্ষ আদালত।


২০০৬ সালে পুলিস নিয়োগে সংস্কারের ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। সেই রায়ে ডিজি, এসপিদের নির্দিষ্ট দু'বছরের মেয়াদের কথা বলা হয়। যদিও সেই নির্দেশ কার্যকর হয়নি। শীর্ষ আদালতের সেই নির্দেশে কয়েকটি পরিবর্তন চেয়ে আবেদন করে কেন্দ্র। তার প্রেক্ষিতেই প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের এই নির্দেশ। যদিও সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, পুলিস নিয়োগে রাজ্যের নিজস্ব কোনও বিধি থাকলে, তা বিবেচনা করা হবে। প্রয়োজনে রাজ্যগুলি এই নির্দেশে পরিবর্তন চেয়ে আদালতে আবেদনও করতে পারবে। আরও পড়ুন- চিদম্বরমকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই