হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা
সিমলার পর হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা। মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং জানিয়েছেন, ঐতিহাসিক তাত্পর্য ও গুরুত্বের বিচারে ধর্মশালা `রাজধানী`র মর্যাদা দাবি করে।
ওয়েব ডেস্ক : সিমলার পর হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হচ্ছে ধর্মশালা। মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং জানিয়েছেন, ঐতিহাসিক তাত্পর্য ও গুরুত্বের বিচারে ধর্মশালা 'রাজধানী'র মর্যাদা দাবি করে।
হিমাচল প্রদেশের ধৌলাধর শ্রেণিতে অবস্থিত ধর্মশালা। রাজ্যের তুলনামূলক নিচু এলাকাগুলি যেমন চাম্বা, হামিরপুর, কাংড়া ও উনায় ধর্মশালার বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বিশ্বের কাছে ধর্মশালার পর্যটন গুরুত্বও রয়েছে।
প্রচণ্ড ঠান্ডায় সিমলা যখন বরফে ঢেকে যায়, তখন ধর্মশালাতেই বসে শীতকালীন অধিবেশন। ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত ধর্মশালায় ১২ বার শীতকালীন অধিবেশন বসেছে।
আরও পড়ুন, CBI-এর নতুন প্রধান হচ্ছেন অলোক ভার্মা