ওয়েব ডেস্ক: নতুন বছর ২০১৭। পুরনো ২০১৬-কে বিদায় জানানো শেষ। আজ সারাদিনই তাই নতুন বর্ষবরণে মেতে উঠেছিল দেশবাসী। কিন্তু দিন ফুরোতেই অন্য গল্প। কারণ, নতুন বছরের প্রথম দিনেই দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। পেট্রোলের দাম বাড়ছে লিটারে ১ টাকা ২৯ পয়সা। ডিজেলের দাম বাড়ছে লিটারে ৯৭ পয়সা। আজ মাঝরাত থেকেই কার্যকর হবে নতুন দাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন নোটবন্দির পর ৪৮ লক্ষ জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে ৮৭ হাজার কোটি টাকা!


এছাড়া ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু বাড়ানো হয়েছে ২ টাকা।  দু সপ্তাহ আগেই ১৭ই ডিসেম্বর পেট্রোলে লিটার পিছু ১টাকা ৭৯ পয়সা ও ডিজেলে লিটার পিছু ২ টাকা ২১ পয়সা দাম বাড়ানো হয়েছিল।


আরও পড়ুন  বিদেশে থাকা ভারতীয় ও প্রবাসী ভারতীয়দের নোট জমা দেওয়ার নিয়ম শিথিল হল