ওয়েব ডেস্ক: জেলের মধ্যে ভিআইপি আদরে রয়েছেন ভিকে শশীকলা, এই খবর প্রকাশ্যে এনে বদলি হওয়া কর্ণাটক কারা বিভাগের প্রাক্তন ডিআইজি ডি রূপাকে এবার সেরাজ্যের প্রথম সারির খবরের কাগজে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চাইতে বলা হল। রূপাকে এই নোটিস দিয়েছেন কর্ণাটকের বদলি হওয়া ডিরেক্টর জেনারেল অফ পুলিস এইচএন সত্যনারায়না। ঘুষের বিনিময়ে শশীকলাকে জেলের ভিতর আদর যত্নে রাখার ব্যবস্থা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।


উল্লেখ্য, গত ২৪শে জুলাই কর্ণাটক বিধানসভার পাব্লিক অ্যাকাউন্টস কমিটির কাছে সেরাজ্যের একাধিক কারাকর্তা জি রূপার তোলা অভিযোগে সিলমোহর দিয়ে এসেছেন। প্রসঙ্গত, শ্রীঘরে শশীকলা যে ভিআইপি আদরে দিন কাটাচ্ছেন তা সকলের সামনে প্রকাশ করে সিদ্দারামাইয়া সরকারের কোপে পড়েছিলেন ডি রূপা। তাঁকে রাজ্য প্রশাসনের তরফে বদলিও করে দেওয়া হয়েছে অন্য বিভাগে। বিভাগীয় বিষয় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরার অভিযোগে পদ থেকে সরানো হয়েছিল রূপাকে। যদিও কর্ণাটকের প্রাক্তন এই কারা অফিসার বলেছিলেন, তিনি একা নন, অনেকেই এই সংক্রান্ত বিষয় সামনে এনেছেন। সেই মুহূর্তে রূপার কথায় সেভাবে গুরুত্ব দেয়নি কেউ। কিন্তু অন্যান্য কারা কর্তারাও রূপার অভিযোগকে সমর্থন জানানোর পরে এবং স্বয়ং ডিজিপি ঘুষ খাওয়ার অভিযোগে বদলি হওয়ার পরও কেন ডি রূপাকে কাগজে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চাইতে বলা হল তা নিয়ে উঠছে প্রশ্ন।