লাশ নিয়ে কলকাতায় আসতেন, তাপসীর মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন মমতাই: দিলীপ
বাংলার ৫৬ জন শহিদের পরিবারকে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে বিজেপি।
নিজস্ব প্রতিবেদন: মৃত্যু নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অভিযোগে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করলেন মুখ্যমন্ত্রী। তার পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তাঁর মন্তব্য, পালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সত্যের মুখোমুখি হতেই হবে তাঁকে।
দিলীপ ঘোষ বলেন,''উনি কি মৃত্যু নিয়ে রাজনীতি করেননি! তাপসী মালিকের ধর্ষণ নিয়ে রাজনীতি করেছিলেন। তাপসী মালিকে ভুলে গেলেন? ধর্ষণের পর তরুণীকে নিয়ে কলকাতায় চলে এসেছিলেন। লাশ নিয়ে কলকাতায় আসছেন। মুখ্যমন্ত্রী পালিয়ে যাচ্ছেন। সত্যের মুখোমুখি ওনাকে হতেই হবে''।
বাংলার ৫৬ জন শহিদের পরিবারকে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে বিজেপি। সেনিয়ে গোঁসা হয়েছে মমতার। জানিয়ে দিয়েছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন না।
টুইটারে মমতা বিবৃতি দিয়ে জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন। সাংবাদিক আমন্ত্রণপত্র স্বীকার করে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সংবাদমাধ্যমে দেখতে পাচ্ছি, রাজনৈতিক হিংসার জেরে পশ্চিমবঙ্গে ৫৪জন খুন হয়েছেন। এটা একেবারে অসত্য। বাংলায় কোনও রাজনৈতিক খুন হয়নি। এটা একেবারেই অসত্য। রাজনীতি নয়, ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে। এমন কোনও রেকর্ড আমাদের কাছে নেই। নরেন্দ্র মোদী আমাকে অনুষ্ঠানে গরহাজির থাকতে বাধ্য করছেন। গণতন্ত্রের উজ্জাপন অনুষ্ঠানে রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছেন একটা রাজনৈতিক দল।
প্রসঙ্গত, দাড়িভিট থেকে পুরুলিয়া, নিহত প্রতিটি বিজেপি কর্মীর পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথগ্রহণে। বুধবার বিকেলে রাজধানী এক্সপ্রেসে তাঁদের দিল্লি নিয়ে যাবে বিজেপির বঙ্গ নেতৃত্ব।
আরও পড়ুন- মুকুলের নজর থেকে বিধায়ক ও পুরসভা বাঁচাতে সুনীলকে তড়িঘড়ি পদ দিল তৃণমূল