প্রধানমন্ত্রী কথা বলেননি, এনডিএ সরকার থেকে বেরিয়ে আসার পর দাবি চন্দ্রবাবুর
এনডিএ সরকার থেকে ইস্তফা দিলেন চন্দ্রবাবুর দলের দুই সাংসদ।
নিজস্ব প্রতিবেদন: এনডিএ সরকার থেকে বেরিয়ে এলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সরকার থেকে বেরিয়ে আসার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক কথা বলতে চেয়েছিলেন চন্দ্রবাবু। তবে নরেন্দ্র মোদী সাড়া দেননি বলে দাবি অন্ধ্রের মুখ্যমন্ত্রীর।
অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ সুবিধা দাবি করেছিলেন এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডু। তাঁর অভিযোগ, বারবার এনিয়ে আবেদন করলেও কাজে দেয়নি। মাসখানেক ধরেই এই বিষয়ে বিক্ষুব্ধ ছিলেন চন্দ্রবাবু। শেষপর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তাঁর দলের দুই মন্ত্রী।
আরও পড়ুন- এবার ভাঙা হল গান্ধী, আম্বেদকরের মূর্তি
এর পাল্টা হিসাবে অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন বিজেপির মন্ত্রীরা। চন্দ্রবাবু নাইডুর কথায়, ''উত্তর-পূর্বের রাজ্যগুলিকে বিশেষ সুবিধা দিচ্ছেন অরুণ জেটলি। তাদের শিল্পের উপরে ছাড় দেওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশের সঙ্গে এই বঞ্চনা কেন?''
প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চেয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। তবে তাঁর দাবি, প্রধানমন্ত্রী সময় দেননি। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কথায়, ''আমার সচিব প্রধানমন্ত্রীর সচিবকে ফোন করেছিলেন। তবে ফোনে কথা বলেননি নরেন্দ্র মোদী।''
আরও পড়ুন- আমি অবিবাহিত বলে কি স্তনপান করানোর ছবি তুলতে পারব না?পাল্টা জোসেফের