নিজস্ব প্রতিবেদন: এলাহাবাদে হাইকোর্টে (Allahabad High Court) জোর ধাক্কা খেল ইয়েস ব্যাঙ্ক (Yes Bank)। ইয়েস ব্যাঙ্কের কাছে বন্ধক থাকা ডিশ টিভির শেয়ার জব্দের মামলায় গৌতমবুদ্ধ নগর পুলিসের তদন্তে হস্তক্ষেপ করতে চাইল না আদালত। পাশাপাশি এফআইআর রদ ও তদন্ত বন্ধ করে দেওয়ার আবেদনেও সাড়া দেয়নি হাইকোর্ট। আদালত জানিয়েছে, তদন্তে বাধা দেওয়া উচিত নয়। এই মামলায় সমস্ত তথ্য-প্রমাণ এখনও জোগাড় হয়নি। এমতাবস্থায় আদালত হস্তক্ষেপ করতে চায় না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইয়েস ব্যাঙ্কের  (Yes Bank) বিরুদ্ধে আদালতকে বিভ্রান্ত করার অভিযোগ       


এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) এ দিন পর্যবেক্ষণ, মামলাটি গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত তথ্য এখনও নেই। সেজন্য গোটা বিষয়টি অনুধাবন করা বেশ কঠিন। ইয়েস ব্যাঙ্ককে আদালত নির্দেশ দিয়েছে, আগে ম্যাজিস্ট্রেট আদালত থেকে স্থগিতাদেশ রায় নিয়ে আসুন। ইয়েস ব্যাঙ্কের বিরুদ্ধে এ দিন গুরুতর অভিযোগ করেছেন সরকারি কৌঁসুলি। তাঁর বক্তব্য, বিকৃত তথ্য দিয়ে হাইকোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইয়েস ব্যাঙ্ক। এফআইআরে ব্যাঙ্ক পক্ষ না হলে কেন বাতিলের দাবি করছে? দেড় বছর তদন্তের পর শেয়ার জব্দের সিদ্ধান্ত নিয়েছে ক্রাইম ব্রাঞ্চ।


ডিশ টিভির (Dish TV) শেয়ার কেন জব্দ করল উত্তরপ্রদেশ পুলিস? 


গৌতমবুদ্ধ নগর থানায় এফআইআর করেন ডঃ সুভাষ চন্দ্র। রানা কাপুর, বেণুগোপাল ধুত ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন। এফআইআরে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ষড়যন্ত্র ও জালিয়াতির অভিযোগ করেছেন। এই ষড়যন্ত্রে ডিশ টিভি ও ভিডিয়োকন ডিটুএইচের মধ্যে চুক্তি করা হয়। ডিশ টিভির ২৪.১৯ শতাংশ শেয়ার ইয়েস ব্যাঙ্কের কাছে বন্ধক রয়েছে। 


ইয়েস ব্যাঙ্ককে (Yes Bank) প্রশ্ন- 


এফআইআরে ব্যাঙ্ক অভিযুক্ত না হলে কেন লড়াই করছে? 
শেয়ার হাতিয়ে ভোটিংয়ের জন্য এত তাড়াহুড়ো কেন? 
এসবের পিছনে ইয়েস ব্যাঙ্কের আসল উদ্দেশ্য কী? এটা ঋণের টাকা তোলা নাকি সংস্থার পরিচালনায় নিয়ন্ত্রণ?        
ইয়েস ব্যাঙ্কের বিশেষজ্ঞরা ব্যাঙ্ক চালাচ্ছেন না মিডিয়া কোম্পানি? 
কারও হয়ে ম্যানেজমেন্টে নিয়ন্ত্রণ নেওয়াই কি আসল উদ্দেশ্য? 
বড় সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছে ইয়েস ব্যাঙ্ক?
কত বার ডিশ টিভির বার্ষিক পরিচালন সভায় ভোটিংয়ে অংশ নিয়েছে ইয়েস ব্যাঙ্ক?  
কেন তারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়ছে?      


আরও পড়ুন- Harivansh Rai Bachchan: বিগ-বি'র আকাশছোঁয়া সাফল্যের পিছনে কে ছিলেন, জানেন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)