নিজস্ব প্রতিবেদন: যাত্রীদের নালিশের হাত থেকে বাঁচতে রাজধানী এক্সপ্রেসে পুনর্ব্যবহারযোগ্য নয় এমন তোয়ালে ও বালিশের কভার ব্যবহার করা শুরু করল পশ্চিম রেল। প্রাথমিকভাবে বান্দ্রা - হজরত নিজামুদ্দিন রাজধানীতে চালু হয়েছে নতুন এই পদ্ধতি। এই ব্যবস্থার ফলে যাত্রীদের ট্রেনে সফরকালে যে তোয়ালে ও বালিশের কভার দেওয়া হবে তা দ্বিতীয়বার ব্যবহার করা হবে। আন্তর্জাতিক বিমানের মতো মনে করলে তা সফর শেষে সঙ্গে নিয়েও যেতে পারেন যাত্রীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দূরপাল্লার ট্রেনের এসি কামরায় শয্যাসামগ্রীর পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের নালিশের শেষ নেই। মাসে এ নিয়ে রেলের কাছে কমবেশি ৫টি অভিযোগ জমা পড়ে। সেই নালিশের হাত থেকে মুক্তি পেতেই ডিজপোজেবল তোয়ালে ও বালিশের কভার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় রেল। ১৬ অক্টোবর থেকে মুম্বই - দিল্লি রাজধানী থেকে শুরু হয়েছে তার পরীক্ষামূলক প্রয়োগ।   


আরও পড়ুন - ১০ নভেম্বর বিজেপির মঞ্চে আত্মপ্রকাশ মুকুলের


রেলের তরফে জানানো হয়েছে, একবার যাতায়াতে প্রায় ২,৩০০ তোয়ালে ও বালিশের কভার বিলি করা হয়। সেগুলি সম্পূর্ণ পরিবেশবান্ধব। এমনকী তা তৈরির প্রক্রিয়াতেও কোথাও দূষণ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। রেলের দাবি, নতুন এই পদ্ধতিতে ৯০ শতাংশ যাত্রী খুশি। রেলের তরফে জানানো হয়েছে, রেলের একটি তোয়ালে কাচার খরচ ৬ টাকা। সেখানে ৪.৭৫ টাকায় তৈরি হচ্ছে এক একটি তোয়ালে।