ওয়েব ডেস্ক: নতুন এক টাকার নোট নতুন রূপে আসছে বাজারে। এই খবরটা তো এখন পুরানো। কিন্তু জানেন কি, এই নবরূপী ১ টাকার নোটে এমন কিছু বৈশিষ্ট থাকবে এর আগে কোনও ভারতীয় নোটেই ছিল না। আসুন জেনে নেওয়া যাক, এইসব বৈশিষ্টগুলি ঠিক কী কী-


এই নোটটির উপরে (মাস্টহেডে) স্পষ্টভাবে লেখা থাকবে 'ভারত সরকার'। এছাড়া কোনও ভারতীয় ব্যাঙ্ক নোটের উপর এটি লেখা থাকে না। নতুন এক টাকার নোটটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বদলে ছঝাপবে ভারত সরকার। আর তাই, এই নোটে আরবিআই-এর গভর্নরের সইও তকবে না। তার বদলে থাকবে অর্থনীতি বিষয়ক মন্ত্রকের সচিব শক্তিকান্ত দাস ও রাজীব মেহঋষির সই। উল্লেখ্য, আজই শেষ হয়েছে শক্তিকান্ত দাসের কর্মজীবন। কিন্তু, যেহেতু নোটগুলি যখন ছাপা শুরু হয় অর্থাত্ ২০১৫ সালে সচিবের দায়িত্বে ছিলেন শক্তিকান্ত দাস, তাই তাঁর স্বাক্ষরই থাকবে নোটে। (আরও পড়ুন- আগে ট্রেনে চড়ুন, পরে দাম দিন, ভারতীয় রেলের নতুন ধামাকা)