ওয়েব ডেস্ক: ২৬/১১-র নেপথ্যে লস্করই।  আজ ফের একাধিক তথ্য ফাঁস করে দাবি হেডলির । ২০০৭ সালে জকিউর  রহমান লকভিই ছিলেন লস্কর-ই-তৈবার অপারেশনাল কম্যান্ডার। সেই সময়েই মুম্বইয়ের তাজ হোটেলে প্রতিরক্ষা বিষয়ক বিজ্ঞানীদের কনভেনশনে হামলার ছক কষা হয়। সেই ব্লুপ্রিন্ট চূড়ান্ত করতে দুহাজার ছয়ের ডিসেম্বরে বৈঠক হয় মুজ্জাফরাবাদে।  ছিল সাজিদ মীর, মুজ্জামিল এবং আবু খাফা। সেখানেই মুম্বই যাওয়ার নির্দেশ।


মুম্বই থেকে গোপন তথ্য এবং ভারতীয় সেনায় চর নিয়োগের দায়িত্ব বর্তায় তাঁর ওপরে। আদালতে দাবি হেডলির। পাসপোর্ট দেখিয়ে তাঁকে প্রশ্ন করেন উজ্জ্বল নিকম। উত্তরে আজ হেডলি জানিয়েছে ২০০৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রথমবার করাচি থেকে মুম্বই আসেন তিনি। সূত্রের খবর, আরও লস্কর যোগ পেতে আবু জুন্দলের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে হেডলিকে। বর্তমানে আবু জুন্দল মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি।