ওয়েব ডেস্ক : পুরনো ৫০০ টাকার নোট বাতিল করে দিয়ে নতুন ৫০০ টাকার নোট এসেছে। কিন্তু সেই নতুন নোট নিয়েই বিপত্তি। কদিন আগেই খবর হয়েছিল, ২০০০ টাকার নোটে গান্ধীজির মুখের ছবি উধাও। এবার দেখা গেল, নতুন ৫০০ টাকার নোটের একদিকে কোনও ছাপাই হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খাড়গোন জেলার সিগাঁও গ্রামে। হেমন্ত সোনি নামে এক ব্যক্তি গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM থেকে ১৫০০ টাকা তোলেন। তিনটে ৫০০ টাকার নোট পান তিনি। এদিকে সেই নোট হাতে পেয়েই চক্ষু চড়কগাছ। দুটি নোটের উল্টোপিঠে কোনও ছাপাই পড়েনি। ব্যাঙ্কে গিয়ে জানালে, নোটগুলি বদলে দেওয়া হয়।



নোটগুলি RBI থেকেই এসেছে। এবং তাড়াহুড়োতেই এই গন্ডগোল বলে, জানিয়েছে ব্যাঙ্ক। সেইসঙ্গে আরও বলা হয়েছে, এরপর থেকে ATM-এ টাকা ভর্তি করার ক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া হবে।


আরও পড়ুন, দেশে আর্থিক সংস্কারের জন্য আরও বলিষ্ঠ পদক্ষেপ দরকার : অরুণ জেটলি