নিজস্ব প্রতিবেদন: খাট থেকে পড়ে গিয়ে চিড় ধরেছে পায়ে। কিন্ত হাসপাতালে পায়ের চিকিত্সা করাতে গিয়ে গলদঘর্ম ডাক্তার ও নার্সরা। ১১ মাসের জিকরার পায়ের চিকিত্সায় অভিনব ঘটনা ঘটল। জিকরার আগে প্ল্যাস্টার করানো হল তাঁর পুতুলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জিকরা ও তাঁর পুতুলের ছবি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ১৭ অগাস্ট বাড়ির খাট থেকে পড়ে গিয়েছিল দিল্লির দরিয়াগঞ্জের বাসিন্দা জিকরা। দিল্লির লোক নায়েক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ১১ মাসের শিশুটিকে। কিন্তু যন্ত্রণা নিয়েও পায়ে প্ল্যাস্টার করাতে চাইছিল না জিকরা। হাত-পা ছুড়ছিল সে। তাহলে উপায়? শিশুটির মা ফরিন ডাক্তারদের জানান, নিজের পুতুলকে নিয়ে সবসময় থাকে জিকরা। সে দুধ না খেলে পুতুলকে দুধ খাওয়ানো হয়। তখন চুপচাপ দুধ খেয়ে নেয় জিকরা। এরপরই ডাক্তাররা সিদ্ধান্ত নেন, জিকরার আগে পুতুলের পায়ে প্ল্যাস্টার করাতে হবে। আনা হয় পুতুলটিকে। তাঁর পায়ে ব্যান্ডেজ বেঁধে দেন ডাক্তাররা। কিছুক্ষণ পুতুলকে দেখার পর নিজেও প্ল্যাস্টার করাতে রাজি হয় জিকরা। 



শুধু তাই নয়, ওষুধ খাওয়াতে হলেও জিকরার আগে ডাক্তাররা পুতুলটিকে খাইয়ে দেন। তার দেখাদেখি ওষুধ খায় জিকরাও। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে শিশুটি। তাঁর মা ফরিন বলেন, ''ধরেও একটা জায়গায় জিকরাকে ধরে রাখা অসম্ভব। পাঁচটা মিনিট কোথাও শান্ত হয়ে বসে থাকে না। পরি (পুতুলের নাম) ওর সবসময়ের সঙ্গী। পুতুলকে দেখেই মুখে হাসি ফুটেছে মেয়ের।''



জিকরার সঙ্গে তাঁর পুতুলের ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগল মাধ্যমে। হাসপাতালেও সে হয়ে উঠেছে 'গুড়িয়া বালি বাচ্চি'।


আরও পড়ুন- সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে গোপন বৈঠক জমিয়ত উলমা-এ হিন্দের প্রধান মদনির