ওয়েব ডেস্ক: নিঃস্বার্থ ভালবাসা আর আনুগত্যের মর্মান্তিক নজির। নিজের প্রাণ দিয়ে প্রভুর প্রাণ বাঁচাল একটি কুকুর। দুধওয়া ন্যাশনাল পার্কের ঘটনা।


বারবাতপুর গ্রামে বাড়ির বাইরে শুয়েছিলেন জ্যাকির মনিব গুরদেব সিং। খাটিয়ার পাশেই ছিল চারবছরের জ্যাকি। রাতে জঙ্গল থেকে বেরিয়ে আসে হিংস্র প্রাণী। প্রভুব বিপদ বুঝে অনেক বেশি শক্তিশালী প্রাণীর ওপর ঝাঁপিয়ে পড়ে জ্যাকি। যতক্ষণ সে লড়াই চালায় ততক্ষণে গুরদেবের পরিবারের লোকেরা জেগে উঠেছেন। সকলে ছুটে আসায় পালায় আততাতীয়। এরপর শুরু হয় জ্যাকির খোঁজ। বেশ কিছুটা দূরে উদ্ধার হয় জ্যাকির রক্তাক্ত দেহ।