নিজস্ব প্রতিবেদন: ফের পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। ইমরান খানের দেশকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল যে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষের উপর হামলার ফল ভালো হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বুধবার বিকেলে সংবাদসংস্থা এএনআই ভারতীয় সেনাবাহিনীকে উদ্ধৃত করে কয়েকটি ট্যুইট করে। সেখানেই সামনে এসেছে সেনার তরফে দেওয়া এই কড়া বার্তা।


প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জইশের ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানের হামলার পরিমাণ আরও বেড়েছে।



রোজ একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করা হচ্ছে পাকিস্তানি সেনার তরফে। বুধবারও ভোররাত থেকে রাজৌরিতে পাকিস্তানের তরফে হামলা চালানোর চেষ্টা হয়।


প্রতিদিনের মতো এদিনও ভারতের তরফে যোগ্যজবাব দেওয়া হয়। ফলে ঘণ্টা কয়েক লড়াই চালানোর পর রণেভঙ্গ দেয় পাকিস্তানিরা। আর এর পরই ভারতীয় সেনার তরফে পাকিস্তানকে কড়া বার্তা দেওয়া হল।



সেনার বক্তব্য, গত ২৪ ঘণ্টায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানের হামলার পরিমাণ অনেকটাই বেড়েছে। কৃষ্ণঘাঁটি ও সুন্দরবাণী সেক্টরে ভারী গোলাবর্ষণ করা হয়েছে।


এর পরই সেনার হুঁশিয়ারি, নিয়ন্ত্রণরেখা বরাবর কাশ্মীরের সাধারণ মানুষের উপর টার্গেট করবেন না। তার ফল যে ভালো হবে না, সেই বার্তাই এদিন দেওয়া হয়েছে পাকিস্তানকে।



সেনাবাহিনীর বক্তব্য, পেশাদার হিসেবে তারা সবসময় সাধারণ মানুষকে রক্ষা করে এগিয়ে চলতে চায়। তাদের লক্ষ্য শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসবাদীদের শেষ করা। অবশ্যই তা লোকালয় থেকে দূরে এবং সাধারণ মানুষের কোনও ক্ষতি না করে।


প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখার ওপার থেকে হামলার জেরে প্রায়ই কাশ্মীরের বাসিন্দাদের ক্ষতি হয়। তাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেই প্রসঙ্গেই ভারতীয় সেনা এই হুঁশিয়ারি দিয়েছে।