ওয়েব ডেস্ক: এক কথায় অসাধারণ। ছোট সময়ে বড় ভাবনাকে এত সুন্দর ভাবে সিনেমার মত করে তুলে ধরতে খুব কমই দেখা যায়। হয়নি যে তা নয়, তবে এমন ভাবে হয়নি। স্বচ্ছ ভারত মিশনে এবার ক্যামেরা ধরলেন চিত্র পরিচালক প্রদীপ সরকার। 'পরিণীতা' সিনেমার চিত্র পরিচালক যেভাবে মানুষের ধর্মাবেগকে স্বচ্ছতার সঙ্গে মিলিয়ে অনবদ্য সৃষ্টি করেছেন তা বার বার মনের অন্দরমহলকে নাড়িয়ে দিয়ে যায়। ঘরের লক্ষ্মী ঘরে রাখতে স্বচ্ছতাকেই হাতিয়ার করলেন পরিচালক প্রদীপ সরকার। আবার উল্টোটাও বলা যায়, স্বচ্ছতাই লক্ষীলাভের মূল কথা। যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেললে লক্ষ্মী যে আপনার সং ত্যাগ করবে তা দেখানো হয়েছে এখানে। স্বচ্ছতা যেখানে লক্ষ্মী বিরাজ করেন সেখানে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন, বলিউড ডিভা কঙ্গনা রানাওয়াত সহ রবি কিষনের মত অভিনেতা অভিনয় করেছেন এই প্রচারমূলক ছোট্ট ছবি। সচেতন ভাবেই ছোট ছবি বলা হল কারণ, বিজ্ঞাপনে যেভাবে নারীর শরীর প্রদর্শন হচ্ছে তাতে এই ভাবনাকে যাতে মিলিয়ে ফেলা না হয়! তবে অবশ্যই প্রচার। সচেতন প্রচার। স্বচ্ছ ভারতের প্রচার। কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মিশন, সরকারের একটি প্রোজেক্ট হিসেবে স্বচ্ছ ভারতকে দেখলে তাকে ছোট করা হবে। বরং এটা মানুষের একটা সুঅভ্যাস। 'ক্লিনলিনেস ইস নেক্সট টু গডলিনেস'। 


দেখুন 'ডোন্ট লেট হার গো', ভিডিও-