ওয়েব ডেস্ক: জুলাইয়েই শুরু হয়ে যাচ্ছে রাত্রিকালীন উত্কৃষ্ট ডবল ডেকার ট্রেন । গত রেল বাজেটেই এই ট্রেনের ঘোষণা হয়। ব্যস্ততম রুটগুলিতে এই পরিষেবা চালুর কথা বলেন রেলমন্ত্রী । অবশেষে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই নয়া পরিষেবা চালু করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যস্ততম রুটগুলিতে যাত্রীদের চাপ কমানো। এর সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য। গত বছরের রেল বাজেটে নতুন এসি ডবল ডেকার ট্রেন চালুর ঘোষণা করেন রেলমন্ত্রী। এবার সেই ট্রেন চালুর হওয়ার পথে। রেলমন্ত্রক সূত্রে খবর, সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী জুলাইয়েই চালু হয়ে যাবে এই পরিষেবা। আসুন দেখে নেওয়া যাক, কেমন হচ্ছে এই নয়া ট্রেন।


প্রতিটা AC কোচেই থাকবে ১২৮টি করে বসার জায়গা।


রাত্রীকালীন যাত্রা এবং চেয়ার কার, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে যথাযথ পা রাখার জায়গা।


প্রতিটা কোচেই ওয়াই ফাই স্পিকারের সঙ্গে থাকবে বড় LCD স্ক্রিন।


প্রতিটা কোচেই যাত্রীদের জন্য থাকবে খাবার এবং চা ও ঠান্ডা পানীয়ের ভেন্ডিং মেশিন।


ভেন্ডিং মেশিন থেকে গরম খাবার পাবেন যাত্রীরা।


এছাড়াও প্রতিটা কোচেই থাকবে বায়ো টয়লেট।


এবার জেনে নেওয়া যাক, এই ট্রেনে চড়তে কতটা খরচ করতে হবে যাত্রীদের?


রেল মন্ত্রক সূত্রে খবর, AC 3-এর থেকে কম ভাড়া দিতে হবে যাত্রীদের। রেল কর্তাদের আশা, এই ট্রেন চালু হলে ব্যস্ততম রুটগুলিতে যাত্রীদের চাপ অনেকটাই কমবে।