নিজস্ব প্রতিবেদন: উভয় সঙ্কটে ভারত। একমাত্র পরিত্রাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সাংবাদিক বৈঠক করে স্মরণ করিয়ে দিলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। উভয় সঙ্কট কী? প্রথম, জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) আওতা থেকে বাদ পড়া। দ্বিতীয়, ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিতে ইরান থেকে তেল ক্রয় বন্ধ রাখা। কংগ্রেসের তরফে সুরজেওয়ালা বলেন, দেশবাসীর আত্মবিশ্বাস ফেরাতে যত দ্রুত সম্ভব প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে জানান। কোন পথে মোকাবিলা করবে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এ দিন শুধু জিএসপি নিয়ে নয়, বেকারত্ব, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যু নিয়ে নয়া মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করায় কংগ্রেস।  জিএসপি নিয়ে বলতে গিয়ে সুরজেওয়ালা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, ৪৪ বছর আগে ইন্দিরা গান্ধীর সময়ে জিএসপি-র বাণিজ্যে বিশেষ সুবিধা পেয়েছিল ভারত। কার্যত মোদী সরকারকে কটাক্ষ করে সুরজেওয়ালার দাবি, জিএসপি-র আওতায় না থাকলে ৩.৮০ লক্ষ কোটি টাকা ভারতের রফতানিতে ক্ষতি হবে।


আরও পড়ুন- ভিডিয়ো: Jio-র ডেটা-সনিয়ার বেটা, ভাইরাল সেই ট্রেনের হকারকে গারদে পুরল আরপিএফ


বেকারত্ব নিয়ে এ দিন সরব হন রণদীপ সুরজেওয়ালা। তাঁ দাবি, গত ৪৫ বছরে বেকারত্বের হার সর্বোচ্চ হয়েছে মোদী সরকারের জমনায়। সুরজেওয়ালা বলেন, ভারতের তরুণ প্রজন্মের চাকরির প্রয়োজন। বেকারত্বে ভুগছে তরুণ প্রজন্ম। দেশের প্রধানমন্ত্রীকে বেকারত্ব নিয়ে পদক্ষেপ করার আর্জি জানান সুরজেওয়ালা। পাশাপাশি এ-ও বলেন, প্রধানমন্ত্রী যদি ইতিবাচক পদক্ষেপ করে, তাহলে তাঁর পাশে দাঁড়াতে রাজি কংগ্রেস।