পিনাক মিসাইল সিস্টেমের উন্নত একটি সংস্করণের সফল পরীক্ষা করল DRDO
পিনাক হল ভারতের ফ্রি ফ্লাইট অ্যাটিলারি রকেট সিস্টেম। এর পাল্লা ৩৭.৫ কিলোমিটার।
নিজস্ব প্রতিবেদন: দেশের প্রতিরক্ষা গবেষণায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বুধবার ওড়িশার চাঁদিপুরে পিনাক মিসাইল সিস্টেমের একটি উন্নত সংস্করণের সফল পরীক্ষা করল ডিআরডিও।
আরও পড়ুন-ফ্রান্স থেকে আজ ভারতে আসছে আরও ৩ রাফাল যুদ্ধবিমান
এদিন ওড়িশা উপকুলের চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে পর পর ৬টি রকেট ছোড়া হয় এই সিস্টেম থেকে। রকেটগুলির সবকটিই নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করে। ওইসব রকেটকে রেডার ও ইলেক্ট্রো অপটিক্যাল ট্রাকিং সিস্টেমে পরীক্ষা করে তাদের কার্যক্ষমতা পরীক্ষা করা হয়।
পিনাক হল ভারতের ফ্রি ফ্লাইট অ্যাটিলারি রকেট সিস্টেম। এর পাল্লা ৩৭.৫ কিলোমিটার। পিনাক রকেট ছোড়া হয় এই সিস্টেমের একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার থেকে। মাত্র ৪৪ সেকেন্ড ১২টি রকেট ছুড়তে পারে এই সিস্টেম। এটি তৈরি হয়েছে ডিআরডিও-র পুনের ল্যাবে।
আরও পড়ুন-থার্ড ওয়েভের লাল সংকেত! ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা পার করল ৬০০০
ভারতের হাতে রয়েছে পিনাক এমকে-১ রকেট। এবছর সেপ্টেম্বর মাসেই পিনাক রকেটের উত্পাদন শুরু করেছে ডিইরেক্টরেট জেনারেল অব কোয়ালিটা অ্যাসুরেন্স।