নিজস্ব প্রতিবেদন: সাম্প্রতিককালের একটি ভিডিও দেখে বুকে ও মনে ব্যাথা পাচ্ছেন সোশাল মিডিয়ার ইউজাররা। কেউ কেউ মজা করলেও, অনেকে দুঃখ প্রকাশও করেছেন। ভিডিওটিতে রয়েছে, একটি নিউ মডেলের নতুন গাড়ির দুর্ঘটনা! শুধুমাত্র সামান্য ভুল ও পারদর্শীতার অভাবে নতুন গাড়ি ভোল বদলে দিল চালক। প্রসঙ্গত, আহত হওয়ার খবর নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওটি শেয়ার করেছেন হাস্যকৌতুক ও অভিনেতা সুনীল গ্রভার। যেখানে দেখা যাচ্ছে, শোরুম থেকে নতুন গাড়ি Kia Carnival minivan নিয়ে বের করার সময় দেওয়ালে এসে ধাক্কা দেয়। তুবড়ে যায় গাড়ির বনেট ও সামনের অংশ।


 



উল্লেখ্য, জুন মাসে এই ভিডিও আপলোড করা হয়। বর্তমানে সুনীল গ্রভারের হাতে ভিডিওটি শেয়ার করার পর ভাইরাল হয়েছে। গাড়ির ভিতর বসে ছিলেন পরিবারের সদস্যরা। নতুন গাড়ি সোজা শোরুম থেকে পৌঁছে যায় সার্ভিস সেন্টারে। ১ মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিওটির।