নিজস্ব প্রতিবেদন: ধর্মনিরপেক্ষতার পরিচায়ক নয়, তাই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের থেকে 'হিন্দু' এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে 'মুসলিম' শব্দ তুলে নেওয়ার জন্য প্রস্তাব দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্যানেল। 


১০টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে একটি প্যানেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। সেই কমিশন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অডিট রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের নাম থেকে ধর্মীয় শব্দ তুলে নেওয়ার প্রস্তাব দেয়। ইউজিসি প্যানেলের এক সদস্যের কথায় কেন্দ্রীয় এই বিশ্ববিদ্যালয়গুলি সরকারের অর্থ দিয়েই পরিচালিত হয়। এই সব বিশ্ববিদ্যালয়গুলিরই একটি ধর্মনিরেপক্ষ চরিত্র রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামের মধ্যে 'ধর্মীয় শব্দ' ধর্মনিরপেক্ষতার পরিচায়ক নয়। তাই এই বিশ্ববিদ্যালয়গুলিকে আলিগড় বিশ্ববিদ্যালয়, বেনারস বিশ্ববিদ্যালয় নামেই ডাকা যেতে পারে। একই সঙ্গে ইউজিসি প্যানেল সদস্য এও বলেন, এতেও যদি সমস্যা থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা হোক বিশ্ববিদ্যালয়গুলির।