কানপুরের বাজারে `মত্ত কিশোরী`র বিরুদ্ধে তাণ্ডবের অভিযোগ
সামনেই ভোট। ভোটের উত্তাপে এমনিতেই উত্তপ্ত উত্তরপ্রদেশ। আর তার উপরে আজ কানপুরের এক বাজারে প্রকাশ্যে যা ঘটল তাতে রীতিমতো ক্ষুব্ধ এবং হতবাক এলাকাবাসী। অভিযোগ, আজ এক মত্ত কিশোরী বাজার এলাকার মধ্যে পরপর দুর্ঘটনা ঘটিয়েছে। বাইক আরোহী ওই মত্ত কিশোরীর সঙ্গে ছিল তাঁর `পুরুষ বন্ধু`ও। তারা ধাক্কা মারে একটি গাড়িকে। এছাড়াও আরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি আকস্মিকতায় অনেকেই চমকে যান। তারপরই এলাকায় উপস্থিত লোকজন তাদের পাকড়াও করে ফেলে এবং নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয় তাদের। পুলিসি হেফাজতে এখন তাদের ডাক্তারি পরীক্ষা চলছে বলে জানা গেছে।
ওয়েব ডেস্ক: সামনেই ভোট। ভোটের উত্তাপে এমনিতেই উত্তপ্ত উত্তরপ্রদেশ। আর তার উপরে আজ কানপুরের এক বাজারে প্রকাশ্যে যা ঘটল তাতে রীতিমতো ক্ষুব্ধ এবং হতবাক এলাকাবাসী। অভিযোগ, আজ এক মত্ত কিশোরী বাজার এলাকার মধ্যে পরপর দুর্ঘটনা ঘটিয়েছে। বাইক আরোহী ওই মত্ত কিশোরীর সঙ্গে ছিল তাঁর 'পুরুষ বন্ধু'ও। তারা ধাক্কা মারে একটি গাড়িকে। এছাড়াও আরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি আকস্মিকতায় অনেকেই চমকে যান। তারপরই এলাকায় উপস্থিত লোকজন তাদের পাকড়াও করে ফেলে এবং নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয় তাদের। পুলিসি হেফাজতে এখন তাদের ডাক্তারি পরীক্ষা চলছে বলে জানা গেছে।